গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার নীলফামারীর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু করে অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। ইত্যাদির এ পর্বটি উত্তরা ইপিজেডের শ্রমিকদের নিয়েই তৈরি করা হয়েছে।
এখানে শ্রমিকরাই পরিবেশন করেন গান ও নাচ। সেই সঙ্গে তাদের কাজের পরিধি তুলে ধরেন হানিফ সংকেত। মঞ্চের সামনে ছিলেন ছয় হাজার দর্শক। উত্তরা ইপিজেডের শ্রমিকদের পাশাপাশি তুলে ধরা হয় ব্রিটিশদের নীল চাষের ইতিহাস, নীল ফার্মার, নীল খামারি, নীলফামিংসহ নীলফামারীর উল্লেখযোগ্য স্থাপনা ও বৈশিষ্ট্য।
এ পর্বটি গত ৫ অক্টোবর, ২০১৮ রাত ৮ টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হয়। আর ওইদিনই এটি ইউটিউবেও প্রকাশ করা হয়।
Ityadi - ইত্যাদি | Hanif Sanket | Nilphamari episode 2018
দেখুন নীলফামারী ইপিজেডে ‘ইত্যাদি’র পুরো ভিডিও
Reviewed by admin
on
অক্টোবর ০৭, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: