ডিমলায় পানিতে তলিয়ে যাওয়া এলাকাভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে শুক্রবার (৬ জুলাই) নীলফামারী ডিমলায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের প্রায় ২০টি চরের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি শুক্রবার সকাল ৬টায় বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা ১২টার পর পানি প্রবাহ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
________________________________________________________________
@আরও পড়ুন: বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি@
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে বুধবার (৪ জুলাই) সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। আজ (শুক্রবার) সকালে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। দুপুরের দিকে তিস্তার পানি আরও কমতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সব কয়টি (৪৪টি) স্লুইচ গেট খুলে রাখা হয়েছে।’ ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘বুধবার (৪ জুলাই) রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। শুক্রবার সকালে ওই পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করেছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।’
পানির চাপে ভাঙছে তিস্তা নদীতিনি আরও বলেন, ‘সকালে পানি বৃদ্ধি পেয়ে এখন পর্যন্ত আমাদের ইউনিয়নের ১৫ গ্রামসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় এক হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।’ উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ইউনিয়নের চরখড়িবাড়ি, পূর্ব খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ী, দক্ষিণ খড়িবাড়ী, টাপুরচর, ঝিঞ্জিরপাড়া ও মেহেরটারী গ্রামের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। তাদের নিরাপদে সরিয়ে যেতে বলা হয়েছে।’
এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যেসব পরিবারের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে তাদের নিরাপদে সরিয়ে নিতে বলা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। প্রয়োজন হলে সেই অনুযায়ী কাজ করবো। তবে এখন পর্যন্ত জরুরি অবস্থায় কেউ পড়েনি।’
তিস্তার পানি বিপদসীমার ওপরে, ২০ হাজার মানুষ পানিবন্দি
Reviewed by admin
on
জুলাই ০৬, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: